Oppo মোবাইলের দাম ও ছবি
Oppo একটি চাইনিজ কোম্পানি এবং এটি খুব সহজে বাংলাদেশের মোবাইল মার্কেটে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে Oppo মোবাইলটি জনপ্রিয় হয়েছে ক্যামেরার জন্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন Oppo মোবাইল ক্যামেরার জন্য ভালো কারণ এই কোম্পানিটি তাদের মার্কেটিং কেইম্পাইন গুলোতে ক্যামেরাতে বিশেষ নজর দেয়।
Oppo প্রতি বছর বেশ কিছু বাঁজারে নিয়ে আসে। তাই অনেকে oppo মোবাইলের দাম ও ছবি সম্পর্কে ধারণা পেতে চান। এই আর্টিকেলে আমরা বেশ কয়েকটি oppo মোবাইলের দাম ও ছবি সম্পর্কে আলোচনা করব।
Oppo A5i
এটি একটি লো বাজেটের মোবাইল, এটাতে রয়েছে ৪জিবি রেম ৬৪জিবি রোম, ব্যাটারি রয়েছে ৫১০০ এমএআইচ, ডিসপ্লে ৭২০x১৬০০ পিক্সেল এবং সাইজ থাকছে ৬.৬৭ ইঞ্চি।
প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 6s 4G Gen1, এবং রয়েছে অপারেটিং সিস্টেম ১৪।
দামঃ ১০ হাজার টাকা।
Oppo A3x 5G
এটি একটি লোয়ার মিড রেঞ্জ হওয়ার পরেও এটাতে রয়েছে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট, থাকছে অ্যান্ডরোয়েড ১৪, প্রসেসর হলো Mediatek Dimensity 6300, রেম দেওয়া হয়েছে ৪জিবি এবং রোম রয়েছে ১২৮জিবি।
মোবাইলটির ডিসপ্লে হলো ৬.৬৭ ইঞ্চি স্কিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও থাকছে ১০০০ হাজার নিটস ব্রাইটনেস। ব্যাটারিতে দেওয়া হয়েছে ৫ হাজার এমএআইচ এবং খুব দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জার।
দামঃ ২০,০০০ টাকা।
Oppo A5 Energy
এই মোবাইলটির দামও ২০ হাজার টাকা তবে এইতে রয়েছে বেশ কিছু পরিবর্তন। এই মোবাইলে স্টোরেজ আছে ২৫৬জিবি এবং রেম আছে ৮জিবি।
মোবাইলটি রান করার জন্য ছিপসেট আছে Mediatek Dimensity 6300 এটি দিয়ে মোবাইলটি স্মথ ভাবে চালানো যাবে। তবে মাঝারী থেকে বড় গেম গুলো এটি দিয়ে খেলা যাবেনা। অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে android নতুন ভার্সন ১৫।
ডিসপ্লেতে রয়েছে 720×1604 পিক্সেলস IPS LCD ডিসপ্লে টাইপ। ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি। ১০০০ নিটস ব্রাইটনেস ৯০ হার্জ রিফ্রেশ রেট।
ব্যাটারি ৫৮০০ mah এবং ৪৫ওয়াট ওয়ার চার্জ এবং ৩৩ওয়াট ওয়ারলেস চার্জ।
দামঃ ২০,০০০ টাকা।
Oppo F31
এটি একটি মিড রেঞ্জ মোবাইল এবং এটির ক্যামেরার দিকে মনোযোগ দেওয়া হয়েছে, আর এটির প্রসেসর তেমন শক্তিশালী নয়। তবে এটির ডিজাইন অনেক সুন্দর। আপনি যদি একটি ভালো ডিজাইনের মোবাইল নিয়ে চান তাহলে এই মোবাইল আপনার জন্য সেরা। চলোন দেখে নেই মোবাইলটিতে কি কি রয়েছে।
মেইন ক্যামেরা লেন্স রয়েছে দুটি, প্রাইমারী লেন্স ৫০ মেগাপিক্সেলস এবং সেকেন্ডারি লেন্স ২ মেগাপিক্সেলস। ভিডিও করা যাবে ৬কে রেজুলেশন এবং ৬০এফপিএসে। দাম বিবেচনায় এটা অনেক ভালো একটি ফিচার দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি এটি একটি ক্যামেরা সেন্ট্রিক মোবাইল।
ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ভালো মানের ছবি ও ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে ৬.৫৬ইঞ্চি, ফুল এইচডি রেজুলেশন এবং ১২০হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটি চার্জ করার জন্য রয়েছে ৭০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং ৮০ওয়াটের সুপার ভুক চার্জার।
দামঃ ২৮,০০০ টাকা।
Oppo Reno14
এটি ফ্লাগশিপ সিরিজের একটি মোবাইল এটাতে oppo চেষ্টা করে সবকিছু ভালো দিতে। এটির প্রসেসর বেশ শক্তিশালী এবং ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি সবকিছু অসাধারণ।
ডিজাইনঃ Oppo reno14 মোবাইলটির ডিজাইন বেশ সুন্দর এবং ইউনিক। মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫৯ ইঞ্চি, ফুল আইচডি প্লাস রেজুলেশন, HDR 10+ সাপোর্ট, ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। ১২০০ নিটস দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস। অভারওল ডিসপ্লেটি বেশ ভালো।
মেইন ক্যামেরাঃ এটির পিছন ক্যামেরাতে থাকছে তিনটি ক্যামেরা, ৫০+৫০ মেগাপিক্সেল দুটি লেন্স এবং ৮ মেগাপিক্সেল একটি লেন্স। এটি দিয়ে অসাধারণ ছবি এবং ভিডিও রেকর্ড করা সম্বভ।
সেলফি ক্যামেরাঃ সেলফি তুলার জন্য দেওয়া হয়েছে মাত্র একটি ৫০ মেগাপিক্সেলস লেন্স। এটি দিয়ে করা যাবে ৬কে ভিডিও এবং তুলা যাবে অসাধারণ ছবি।
ব্যাটারিঃ মোবাইলটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে USB Type-C 2.0 এবং ৬০০০ হাজার এমএআইচ এর বিশাল ব্যাটারি। এছাড়া থাকছে ৮০ওয়াটের চার্জার।
মেমোরিঃ মোবাইলটির স্টোরেজ দেওয়া হয়েছে মাত্র ২৫৬জিবি, স্টোরেজ টাইপ UFS 3.1, রেম রয়েছে ১২জিবি – রেম টাইপ LPDDR5X।
