১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

মাত্র ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সচরাচর পাওয়া যায়না। তবে অনেক যাচাই বাছাই করলে মাত্র ১০ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা মোবাইল গুলো কি কি আছে তা জানা যায়। আমরা আজকে এই পোস্টে ৫টি মোবাইল নিয়ে আলোচনা করব যেগুলো মাত্র ১০ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা মোবাইল। তাই আপনার বাজেট যদি হয় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা তাহলে সাথেই থাকুন। 

Top 5 mobile in 10K Budget

Honor Play10 – ৳8,999.00

Helio 45 – ৳11,999.00

Honor X5c Plus – ৳12,000.00

Samsung Galaxy M07 – ৳12,000.00

Samsung Galaxy F07 – ৳12,000.00

মাত্র ১০ হাজার টাকার মধ্যে খুব বেশি যে ভালো মোবাইল রয়েছে তেমনটা নয়। আমারা ১০ হাজার টাকার মধ্যে ৫টি ভালো মোবাইল খুজে পেয়েছি, তবে এর মধ্যে একটি রয়েছে মাত্র ৯ হাজার টাকা এবং বাকি চারটি রয়েছে ১২ হাজার টাকা। আপনার বাজেট যদি হয় ১০ হাজার টাকা তবে আরও ২ হাজার টাকা বাড়ালে বেশ কয়েকটি ভালো মোবাইল নেওয়ার সুযোগ পাবেন। 

Honor Play10 price in bd – ৳8,999

আমরা জানি Honar একটি খুবি ভালো কোম্পানি এটি এক সময় বাংলাদেশের মোবাইল মার্কেটে রাজত্ব করত, তবে আমেরিকার দেওয়া নিশেদাজ্ঞার কারনে তারা মোবাইল বিক্রি করতে পারছিলোনা, তারপর তারা হুয়ায়ে থেকে Honor কে আলাদা করে দেয় আর তাদের এই সাবব্র্যান্ডের উপরে কোন নিশেদাজ্ঞা ছিলোনা এই সুযোগে তারা আবারও বেশ কয়েকটি দেশে মোবাইল বিক্রি করতে শুরু করে। 

আর নতুন ভাবে শুরু করেই আবারও তারা বাংলাদেশের মার্কেটে বেশ ভালো প্রভাব ফেলে, ২০২৪ সালে তাদের একটি মিড রাঞ্জের মোবাইল পুরো দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়। এর দারাবাহিকতায় তারা লো বাজেটের ব্যাবহার কারীদের জন্যও নিয়ে এসেছে বেশ কয়েকটি মোবাইল এর মধ্যে রয়েছে মাত্র ৯ হাজার টাকা দামের Honor Play10, চলোন দেখে নেই এই মোবাইল সম্পর্কে বিস্তারিত। 

ডিসপ্লেঃ ডিসপ্লে সাইজ ৬.৭৪ ইঞ্চি, ৭২০ এবং ১৬০০ পিক্সেলস TFT LCD, এই মোবাইলটিতে কোন রিফ্রেশ নেই। দাম বিবেচনায় এইসব ঠিক আছে। 

নেটওয়ার্কঃ এখানে রয়েছে সর্বোচ্ছ ৪জি সাপোর্ট। 

বডিঃ মোবাইলটিতে ব্যাবহার করা যাবে দুটি ডুয়াল নেনু সিম এবং মোবাইলটির ওজন ১৮৯ গ্রাম। 

প্লাটফ্রমঃ অপারেটিং সিস্টেম রয়েছে android 15, ছিপচেট ব্যাবহার করা হয়েছে MediaTek Helio G81, GPU রয়েছে- mali G52 MC2. 

মেমোরিঃ রেম রয়েছে ৩/৬৪, এবং রোম রয়েছে ৪/১২৮। মোবাইলটি এই দুটি ভেরিএন্টে পাওয়া যাচ্ছে। 

ক্যামেরাঃ সামনে পিছনে রয়েছে একটি করে ক্যামেরা। ক্যামেরা মোটামোটি ভালো, তবে এই বাজেটে কি রকম মানের ক্যামেরা দেওয়া হবে তা সবারি যানা রয়েছে। 

ব্যাটারিঃ মোবাইলটির পাওয়ার সাপলাই করার জন্য রয়েছে ৫০০০ এমএআইস, এছাড়াও রয়েছে ২৫ ওয়াট এর চার্জ। 

দামঃ ৮৯৯৯ টাকা।

Helio 45 price in Bangladesh – ৳11,999.00

এবার রয়েছে একটি দেশিও মোবাইল কোম্পানির একটি ভালো মোবাইল, মোবাইলটি মাত্র ১২ হাজার টাকায় ভালো কিছু অফার করছে, মোবাইলটিতে রয়েছে ৪জি সাপোর্ট এবং ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এছাড়াও রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট যেটা এই দামে বেশ প্রশংসনীয়। 

প্রসেসর রয়েছে MediaTek Helio G81, এটি ১২ হাজার টাকার মধ্যে একটি ভালো প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি ছোট থেকে মাঝারী গেম খেলতে পারবেন। এবং ছাইলে free fire এবং fifa football এর মত গেমও খেলতে পারবেন। 

অপারেটিং সিস্টেম রয়েছে Android 15, GPU রয়েছে Mali-G52 MC2. ব্যাটারিতে রয়েছে ৫০০০ হাজার ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জার। 

মোবাইলের মেইন ক্যামেরাতে রয়েছে ৩ টি লেন্স, তবে মেইন ক্যামেরাটি ছাড়া বাকি দুটি ক্যামেরা তেমন কোন কাজে নাও আসতে পারে। সেলফি ক্যামেরা রয়েছে একটি। 

রেম এবং রোম ভেরিয়েন্ট রয়েছে দুটি, ৬/১২৮ এবং ৮/১২৮ । ৬জিবি এবং ৮জিবি দুটি রেমের সাথেই থাকছে ১২৮জিবি রোম। 

দামঃ ৳11,999 (৬/১২৮) দাম কথা চিন্তা করলে ভালো কিছুই দিচ্ছে এই মোবাইলটি। তবে এই দামে আরও কিছু ভালো মোবাইল রয়েছে সেগুলো নিছে দেওয়া হয়েছে। 

Honor X5c Plus Price in Bangladesh – ৳12,000.00

এই মোবাইলটি হনারের লো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ফোন, আপনার বাজেট যদি হয় ১২ হাজার টাকার মধ্যে এবং আপনি একটি ভালো ইউআই, এবং ভালো ইউজার এক্সপেরিন্সের মোবাইল নিতে চান তাহলে এই মোবাইলটি হতে পারে আপনার জন্য সেরা অপশন। চলোন দেখে নেই মোবাইলটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারিতে কি কি থাকছে। 

এই মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে বিশাল বড় ৬.৭৪ ইঞ্চি, রেজুলেশন হলো ৭২০x১৬০০ পিক্সেলস। থাকছে ৯০ হার্জ স্কিন রিফ্রেশ রেট। 

প্রসেসর দেওয়া হয়েছে কিছুটা নিম্ন মানের MediaTek Helio G81 (12 nm) এই প্রসেসর এখন বেশ কমদামি মোবাইল গুলোতেও দেখা যায়, এমনকি হনারের একটি ৯০০০ টাকা দামের মোবাইলেও এই প্রসেসর দেওয়া হয়েছে। 

প্রসেসর নিম্ন মানের হলেও হনারের magic os খুব ভালো ভাবে সেটা অপটিমাইজেশন করে ভালো সার্ভিস দেয়। এটাতে রয়েছে Android 15 opareting system. 

সামনে এবং পিছনে দেওয়া হয়েছে মোট তিনটি ক্যামেরা, পিছনের মেইন ক্যামেরা দিয়ে মোটামোটি মানের ছবি তুলা গেলেও সামনের ক্যামেরাটি তেমন ভালো নয়। 

ব্যাটারিতে রয়েছে ১৫ ওয়াট ওয়ার চার্জার এবং ব্যাটারি সাইজ হলো ৫৬২০ এমএআইচ। এই বিশাল ব্যাটারি দিয়ে মোবাইলটি থেকে দুইদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে।

দামঃ ৳12,000 টাকা। এই দামে অন্যান্য কোম্পানির মোবাইল গুলো থেকে এটি বেশ কিছু জায়গায় ভালো কিছু অফার করছে তবে, সম্প্রতি আমেরিকান মোবাইল কোম্পানি Samsung  M07 এবং F07 নামে মডেল বাঁজারে এনেছে। 

এই দুটি মোবাইল দামের তুলনায় অনেক ভালো কিছু অফার করতেছে। আপনি যদি ১২ হাজার টাকার মধ্যে একটি মোবাইল কিনতে চান তাহলে আমি বলব M07 অথবা F07 মডেলের যেকোন একটি মোবাইল নিন, যেগুলো নিয়ে আমরা নিছে আলোচনা করেছি। 

Samsung Galaxy M07/F07 Price in Bangladesh – 12,000

এই দুটি মোবাইলের সবকিছু হুবহু একি রকম এবং দামও একই তাই দুটি মোবাইল নিয়ে আলাদা আলাদা না লিখে এক্ষত্রে লিখছি।

এই মোবাইলটি তার প্রসেসরের কারনে আলোচনায় আসেছে, এই দুটি মডেলের মোবাইলে ব্যাবহার করা হয়েছে Mediatek Helio G99 (6 nm) প্রসেসরটি যা কিনা ব্যাবহার করা হয় ২০ থেকে ২৫ হাজার টাকা দামের মোবাইলে। এই প্রসেসর দিয়ে একটি মোবাইলে সবকিছুই করা যায়। মাঝারী থেকে বড় গেম গুলোও খেলা যায়। 

এছাড়াও মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ডরোয়েড ১৫ এবং এটাতে অন্তত ৬টি মেজর আপডেট পাওয়া যাবে যা কিনা অন্য কোন কোম্পানি দেয়না।

দুটি মডেলের মোবাইলে রয়েছে ৪জিবি করে রেম এবং ৬৪জিবি করে রোম। মেইন ক্যামেরাতে রয়েছে দুটি লেন্স এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছে একটি লেন্স। মোবাইল দুটি ক্যামেরা এই দামের মধ্যে ভালো বলা যায়। 

ডিসপ্লেতে রয়েছে ৬.৭ ইঞ্চি PLS LCD প্যানেল। রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটও। এবং ডিসপ্লেটিকে পাওয়ার করার জন্য দেওয়া হয়েছে ৫০০০ হাজার এমএআইচ ব্যাটারি। চার্জ করা যাবে ২৫ওয়াট চার্জার দিয়ে। 

যেকোন ধরণের ব্যাবহারকারি এই দুটি মোবাইল কিনতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *